আজ ভারতে লঞ্চ হল Vivo নতুন স্মার্টফোন Vivo U10। এই ফোনটি দিয়েই U সিরিজের স্মার্টফোন লঞ্চ করল কোম্পানি।
শুধুমাত্র Amazon India ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। Amazon-এর Great Indian Festival-এর সময় বিক্রি শুরু হবে এই ফোনটি। এই ফোন টেক্কা দিতে চলেছে Xiaomi, Oppo আর Realme-র বাজেট স্মার্টফোনগুলিকে।
এই ফোনে থাকছে 6.35 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। স্ক্রিনের উপরে রয়েছে ওয়াটার ড্রপ নচ।
শুধুমাত্র Amazon India ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। Amazon-এর Great Indian Festival-এর সময় বিক্রি শুরু হবে এই ফোনটি। এই ফোন টেক্কা দিতে চলেছে Xiaomi, Oppo আর Realme-র বাজেট স্মার্টফোনগুলিকে।
এই ফোনে থাকছে 6.35 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। স্ক্রিনের উপরে রয়েছে ওয়াটার ড্রপ নচ।
ফোনের ভিতরে রয়েছে Qualcomm Snapdragon 665 প্রসেসর, সঙ্গে রয়েছে 4GB পর্যন্ত RAM। ফোনটিতে Android 9 Pie-এর উপরে চলবে কোম্পানির FunTouch OS 9। তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোনটি।
ছবি তোলার জন্য রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ - তাতে থাকছে 13 MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড সেন্সর আর 2MP ডেপ্থ সেন্সর। সেলফির জন্য থাকছে একটি ক্যামেরা যা রয়েছে ওয়াটার ড্রপ নচে। দুটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন - ব্লু আর থাণ্ডার ব্ল্যাকে।
ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। Vivo U10-এর ভিরতে রয়েছে 5000mAh পাওায়ফুল ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। কোম্পানি দাবি করছে যে ১০ মিনিট চার্জ করলে ১ ঘণ্টা PUBG খেলতে পারবেন
Vivo U10-এর দাম শুরু হচ্ছে 8,990 ভারতীয় টাকা থেকে। এই ভেরিয়েন্টে রয়েছে 3 GB + 32 GB স্টোরেজ। 3 GB + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টে দাম 9,990 টাকা আর 4 GB + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টে দাম 10,990 টাকা।







No comments:
Post a Comment