গত বছরই শীর্ষ স্থানীয় মোবাইল চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম নিশ্চিত জানিয়েছিল যে, তাদের পরবর্তী প্রসেসর থাকবে ১৯২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সাপোর্ট। এরই ধারাবাহিকতায় নির্ভরযোগ্য লিকষ্টার ‘ডিজিটাল চ্যাট স্টেশন’ এর লিক অনুযায়ী, আগামী মাসেই বাজারে আসতে পারে মেগাপিক্সেলের দিক থেকে সবচেয়ে বড় সেন্সর ১৯২ মেগাপিক্সেল ক্যামেরা।
চায়নার জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম ওয়েইবোতে ‘ডিজিটাল চ্যাট স্টেশন’ জানিয়েছেন, আগামী মাসে কোয়ালকমের আপকামিং প্রিমিয়াম মিড-রেঞ্জ প্রসেসর স্ন্যাপড্রাগন ৭৬৫জি’তে থাকবে ১৯২ মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট। লিকষ্টার আরও জানিয়েছেন, মে মাসেই বাজারে আসবে স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর সমৃদ্ধ ১৯২ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন। এছাড়া মটোরোলা নিশ্চিত করেছে যে, তাদের পরবর্তী স্মার্টফোন সর্বপ্রথম ব্যবহৃত হবে স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর।
তবে এটা নিশ্চিত নয় যে, মটোরোলার আপকামিং এই স্মার্টফোনিটিতেই থাকবে ১৯২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। এছাড়া এটাও এখনো জানা যায়নি যে, ১৯২ মেগাপিক্সেল এই ক্যামেরা সেন্সরে কী কী ফিচার্স থাকবে বা এর স্পেসিফিকেশন্স কি, কিংবা কোন কোম্পানি তৈরী করছে এই সেন্সরটি। অন্যদিকে জানা গিয়েছে, ১৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর নিয়ে কাজ করছে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং। স্যামসাং ও শাওমির কোলাবরেশনে যৌথ ভাবে কাজ করছে এই দুটি প্রতিষ্ঠান।

No comments:
Post a Comment