হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)।WhatsApp-এর beta-তে যে নতুন উপডেট এসেছে তাতে Muted Status-কে হাইড করার অপশন রয়েছে। কিছু মাস আগে এটি শুরুয়াতি স্টেযে ছিল। ভার্সন 2.19.260 হাত ধরে WhatsApp-এ এই ফিচারটি পৌঁছেচে।এখন ও এটা জানা যায়নি যে সব ইউজারা কবে থেকে এই ফিচারটি ব্যবহার করতে পারবে বা কবে স্টেবেল ভার্সনে এই আপডেটটি পৌঁছবে।এই ফিচারটি সব থেকে আগে দেখা গিয়েছিল জুন মাসে বিটার 2.19.183 ভার্সনে। এই ফিচারটি আপডেট হয়েগেলে সব মিউট আপডেট নিজের থেকেই হাইড হয়ে যাবে। মিউট আপডেট ট্যাবের পাসে একটি অ্যারো সাইন দেখা যাবে। এই অ্যারোতে ক্লিক করলেই আপনি সেই মিউট আপডেটটি দেখতে পারবেন।
Post Top Ad
Responsive Ads Here
WhatsApp-এর নতুন ফিচার, এবার লুকিয়ে রাখতে পারবেন Muted Status
Share This
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Responsive Ads Here

No comments:
Post a Comment