OnePlus-এর দুটো স্মার্টফোনে এসে গিয়েছে Android 10 আপডেট, বদলে যাবে এই ফিচার্স - Bangla Tech

Post Top Ad

Responsive Ads Here

OnePlus-এর দুটো স্মার্টফোনে এসে গিয়েছে Android 10 আপডেট, বদলে যাবে এই ফিচার্স

Share This
OnePlus-এর লেটেস্ট স্মার্টফোন OnePlus 7 আর OnePlus 7 Pro-এর জন্য নতুন Oxygen OS 10 আপডেট পাঠিয়েছে যা চলবে Android 10-এর উপরে। এই আপডেটের ফলে বদলে যাবে OnePlus 7 আর OnePlus 7 Pro-এর অনেক ফিচার্স।Android 10-এ অনেক প্রাইভেসি সেটিংস চেঞ্জ হয়েছে, সঙ্গে ডার্ক মোডও দেওয়া হয়েছে। এই আপডেটের সঙ্গে সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবে Android 10 অপারেটিং সিস্টেমের আপডেট।এছাড়াও গ্রাহকরা পেয়ে যাবে নতুন ইউজার ইন্টারফেস, কাস্টমাইজড ফিচার সেটিং। এর ফলে ব্যবহারকারীরা নিজের এচ্ছে মতো আইকন-এর সেপ চেঞ্জ করতে পারবে।আপদেটের পর ব্যবহারকারীরা ফুল স্ক্রিন জেসচার, এর ফলে ইউজারা একটি ট্যাপ আর জেসচার মুভমেন্টের সাহায্যে ব্যাক করতে পারবে। এই নতুন আপডেটের সঙ্গে ইউজারা নতুন এম্বিয়েন্ট স্মার্ট ডিসপ্লে পেয়ে যাবে। এখানে ইউজারা নিজেদের লোকেশন, ইভেন্টের মতো অ্যাকটিভিটির নোটিফিকেশন দেখতে পারবেন।কীভাবে করবেন আপডেট - আপনি যদি OnePlus 7, OnePlus 7 Pro ব্যবহার করেন আর যদি Oxygen OS 10.0 আপডেট না পেয়ে থাকেন তাহলে স্মার্টফোনের সেটিংসে গিয়ে ডাউনলোড করতে পারবেন। এর জন্য OnePlus 7 ব্যবহারকারীরা ফোনের সেটিংস গিয়ে নতুন আপডেটের জন্য চেক করুন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages