অনেকদিন থেকেই আলোচনায় ছিল Redmi K লাইন-আপের দুটি স্মার্টফোন Redmi K30 ও Redmi K30 5G । বহুল প্রতীক্ষার পর চায়নায় অফসিয়ালি রিলিজ হয়েছে শাওমির মিড-রেঞ্জ প্রথম ৫জি স্মার্টফোন Redmi K30 ও Redmi K30 5G। এর মধ্যে Redmi K30 স্মার্টফোনে Snapdragon 730G প্রসেসরের সাথে থাকছে শুধু ৪জি কানেক্টিভিটি, অন্যদিকে Redmi K30 5G স্মার্টফোনে Snapdragon 765G প্রসেসরের সাথে থাকছে ৫জি কানেক্টিভিটি।
এছাড়া দুটি স্মার্টফোনেই রয়েছে ৬.৬৭” ফুল এইচডি প্লাস (1080×2400 পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে, যার এস্পেক্ট রেশিও ২০:৯ ও স্ক্রিন টু বডি রেশিও ৯১%, এবং ডিসপ্লে উপর থাকে ডুয়াল পাঞ্চ -হোল কাটআউট। এছাড়া Redmi K30 ও Redmi K30 5G স্মার্টফোনের ডিসপ্লে সবচেয়ে হাইলাইট হচ্ছে, এর ১২০ হার্জ রিফ্রেশ রেট ফিচার। এটিই শাওমির প্রথম স্মার্টফোনে যাতে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট।
তাছাড়া দুটি ফোনেই থাকে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এর ক্যামেরা হাউজিংয়ে থাকছে ৬৪ মেগাপিক্সেল (Sony IMX686 sensor) প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ওয়াইদ আঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর, এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট। অন্যদিকে ফোন দুটির ফ্রন্টে থাকছে ২০ + ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
এছাড়া দুটি ডিভাইজেই থাকছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারী এবং ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। তাছাড়া ফোন দুটিতেই থাকছে ৩.৫ মিলিমিটার অডিও যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট, এবং লিকুইড কুলং টেকনোলজি। লেটেস্ট অ্যান্ড্রয়েড ১০ এর সাথে ফোনটিতে থাকছে এমআইইউআই ১১। চায়নার বাজারে ৬ জিবি + ৬৪ জিবি, ৬ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ১২৮ জিবি ও ৮ জিবি + ২৫৬ জিবি ভেরিয়েন্টে পার্পল জেড, ডিপ সি গ্লেম হোয়াইট ও রেডিশ অরেঞ্জ এই চারটি রঙয়ে পাওয়া যাবে স্মার্টফোন দুটি।
চায়নায় Redmi K30’র ৬ জিবি + ৬৪ জিবি ভেরিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৫৯৯ ইউয়ান (৳ ১৯,৩০০), ৮ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ১,৬৯৯ ইউয়ান (৳ ২০,৫০০ ), ৮ জিবি + ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ২,১৯৯ ইউয়ান (৳ ২৬,৫০০), অন্যদিকে চায়নায় Redmi K30 5G’র ৬ জিবি + ৬৪ জিবি ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ১,৯৯৯ ইউয়ান ((৳ ২৪,১০০), ৬ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ২,২৯৯ ইউয়ান (৳ ২৭,৭০০), ৮ জিবি + ১২৮ জিবি ভিরিয়েন্টের দাম ২,৫৯৯ ইউয়ান (৳ ৩১,৩০০), ৮ জিবি + ২৫৬ জিবি ভেরিয়েন্টে মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৮৯৯ ইউয়ানযা বাংলাদেশী মুদ্রায় ৩৫,০০০ টাকা।

No comments:
Post a Comment