গত বছরই লো বাজেট বা এন্ট্রি লেভেল স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি নিম্নসংস্করণ ‘অ্যান্ড্রয়েড গো’ রিলিজ করেছিল গুগল। মূলত লো কনফিগারেশন যুক্ত স্মার্টফোনগুতে গুগলের সকল অ্যাপগুলো যেন সহজে ও স্মুথলি রান করতে পারে সেই উদ্দেশ্যেই লঞ্চ করা হয়েছে ‘অ্যান্ড্রয়েড গো’ নামের এক প্রোগ্রামটি। এরই জন্যে বেশ কয়েক মাস আগে থেকেই গুগল তাদের জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপগুলোর গো ভার্সন অ্যাপ তৈরি করছে, যা প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করতে পারছেন গ্রাহকরা।
নর্মাল গুগল অ্যাপের অনেক ফিচার ও টুল এই লাইট ভার্সনের অ্যাপে খুঁজে পাওয়া যাবে; যেমন- সার্চ, লেন্স, ট্রান্সলেট এবং আরো অনেক কিছু! — গুগল এই অ্যাপে প্রত্যেকটি ফিচারকে আরো সহজ করেছে সাথে কম রিসোর্স গ্রহণ করার জন্য তৈরি করেছে আর এটা অনেক কম ও স্লো ইন্টারনেট কানেকশনেও অপারেট করতে পারে নিজেকে।
আপনার ফোনের প্রসেসর অনেক দুর্বল বা ইন্টারনাল মেমোরি অনেক কম হলেও সমস্যা নেই, আপনি গুগল গো অ্যাপটি ইউজ করতে পারবেন। এই অ্যাপটি তাদের বিশেষ কাজে দেবে যারা এখনো পুরাতন স্মার্টফোন গুলো ব্যবহার করেন। তবে এক্কেবারে ও যে পুরাতন ফোনে এটি কাজ করবে এমন নয়, অন্তত আপনার ডিভাইজটি অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০ ভার্সনে রান করতে হবে। যারা এখনো কিটকাট বা আরো পেছনের অ্যান্ড্রয়েড ইউজ করেন তাদের আসল গুগল অ্যাপই ইউজ করতে হবে (আরে ভাই আর কতো কিপ্টেমু করবেন? এবার নতুন ফোন কিনেই ফেলুন!

No comments:
Post a Comment