কোয়ালকমের সর্বশেষ ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৫৫ ইতোমধ্যে স্মার্টফোন বাজার দাপিয়ে বেড়াচ্ছে। এর ধারাবাহিকতায় সম্প্রতি নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস রিলিজ করেছে কোয়ালকম। মূলত হেভি গেমিং ডিভাইজের কথা মাথায় রেখেই স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস রিলিজ করেছে কোয়ালকম। স্ন্যাপড্রাগন ৮৫৫ এর মতোই ৮৫৫ (প্লাস) প্রসেসরও ৮ কোর সিপিইউ, ৭ ন্যানোমিটার সিস্টেম অন চিপ প্রসেসর। কিন্তু স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাসে সিপিইউ ও জিপিইউ ওভারক্লকড হওয়ায় পারফর্মেন্স বুস্ট পাওয়া যাবে, এতে ৮ কোরের মধ্যে ৪টি এফিসিয়েন্সি কোর, ৩টি পারফর্মেন্স কোর, এবং ১টি পাওয়ারফুল প্রাইম কোর।
পূর্বেই বলেছি, যেহেতু নতুন এই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ বিশেষ করে মোবাইল গেমারদের জন্য টার্গেট করে তৈরি হয়েছে, সেক্ষেত্রে এতে ওভারক্লকড জিপিইউ এবং সিপিইউ থাকছে, ফলে বেটার গেমিং পারফর্মেন্স ইউজারদের হতাশ করবে না । যদিও স্ন্যাপড্রাগন ৮৫৫ এর তুলনায় এই নতুন স্ন্যাপড্রাগন ৮৫৫ এ বিশাল কোন পরিবর্তন থাকছে না, তবে কিছু কী-ফিচার রয়েছে। যেমন : ইম কোরটি ২.৯৬ গিগাহার্জ স্পিডে কাজ করে, অ্যাড্রিনো ৬৪০ জিপিইউ এই নতুন স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাসে পূর্বের স্ন্যাপড্রাগন ৮৫৫ থেকে প্রায় ১৫% বেশি ফাস্ট কাজ করবে ইত্যাদি।
এছাড়া এই নতুন প্রসেসরে হাই পাওয়ার কোর গুলোর স্পিড ২.৪২ গিগাহার্জ পর্যন্ত যা ৮৫৫ এর সাথে কোনো পার্থক্য নেই। সাথে নতুন চিপটিতে পূর্বের X24 LTE মডেমই লাগানো রয়েছে। বুঝায় যাচ্ছে, কোয়ালকম এই নতুন চিপটিকেই ৫জির জন্য বেস্ট হবে। কিন্তু স্মার্টফোন কোম্পানি গুলোকে ৫জি সেটআপ করার জন্য সেই চিপের সাথে আলাদা X50 5G মডেম লিংক করতে হবে।

No comments:
Post a Comment