চালু হতে চলেছে, কিন্তু চালু না হতেই এই কারেন্সি নিতে স্ক্যামিং শুরু হয়ে গেছে। দ্যা ওয়াসিংটন পোস্ট এর রিপোর্ট অনুযায়ী, ২৫ – ৩০টি একাউন্ট, পেজ, গ্রূপ খুঁজে পেয়েছে যারা সরাসরি ফেসবুকে বা ইনস্টাগ্রামে অফিসিয়াল লিব্রা সেলার বলে নিজেদের দাবি করছে এবং ডিস্কাউন্টে লিব্রা বিক্রি করার অফার দিচ্ছে। এই স্ক্যামাররা তাদের স্ক্যামিং পেজকে আরও বিশ্বাস যোগ্য বানানোর জন্য লিব্রার অফিসিয়াল লোগো, ফেসবুকের লোগো, এমনকি সিইও মার্ক জাকারবার্গ এর ছবি পর্যন্ত ইউজ করেছে। এমনকি তারা গ্রাহকদের ঢোকা দেওয়ার জন্য BuyLibraCoins.com এর মতো ফেক ওয়েবসাইট বানাচ্ছে যা ভালো ভাবে ডিজাইন করা, যাতে সকলের কাছে ব্যাপারটা আরো বিশ্বাস যোগ্য মনে হয়।
ভুয়া এই সাইটগুলোতে লিব্রা টোকেন কেনার লিঙ্ক ও রয়েছে, যা গ্রাহকরা কিনছেন বটে। তবে আশ্চর্যকর বিষয় হচ্ছে, লিব্রা এখনো রিলিজ ই হয়নি। শুধু ফেসবুকে বা ইনস্টাগ্রামে নয়, ইউটিউব ও টুইটারে ভুয়া লিব্রা কারেন্সি কেনা-বেচার ফাঁদের অনেক ভিডিও ও ছড়াতে দেখা যাচ্ছে। ফেসবুক ইতিমধ্যে এরকম অনেক পেজ সরিয়ে ফেলেছে, কিন্তু এটা তো কেবল সূচনা, লিব্রা রিলেটেড আরো স্ক্যামিং অপেক্ষা করছে এক্সপ্লোর করার জন্য!
এই প্রতারণা মূলক পেজ গুলো লিব্রা সেল করার মিথ্যা দাবি করলেও ফেসবুকের নতুন ক্রিপ্টোকারেন্সি লিব্রা কিন্তু এখনো অফিসিয়ালি রিলিজই হয়নি, ২০২০ সালের দিকে রিলিজ হওয়ার সম্ভবনা রয়েছে ফেসবুকের এই বহুল প্রতীক্ষিত ক্রিপ্টোকারেন্টই লিব্রা।

No comments:
Post a Comment