রিলিজ হয়েছে গুগলের নতুন লাইটওয়েট ‘গ্যালারি গো’ অ্যাপ - Bangla Tech

Post Top Ad

Responsive Ads Here

রিলিজ হয়েছে গুগলের নতুন লাইটওয়েট ‘গ্যালারি গো’ অ্যাপ

Share This
গত বছরই লো বাজেট বা এন্ট্রি লেভেল স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি নিম্নসংস্করণ ‘অ্যান্ড্রয়েড গো’ রিলিজ করেছিল গুগল। মূলত লো কনফিগারেশন যুক্ত স্মার্টফোনগুতে গুগলের সকল অ্যাপগুলো যেন সহজে ও স্মুথলি রান করতে পারে সেই উদ্দেশ্যেই লঞ্চ করা হয়েছে ‘অ্যান্ড্রয়েড গো’ নামের এক প্রোগ্রামটি। এরই জন্যে বেশ কয়েক মাস আগে থেকেই গুগল তাদের জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপগুলোর গো ভার্সন অ্যাপ তৈরি করছে, যা প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করতে পারছেন গ্রাহকরা।
এরই ধারাবাহিকতায় ‘অ্যান্ড্রয়েড গো’ প্রোগ্রামের জন্য গুগলের বেশ জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ ‘গ্যালারি’র লাইটওয়েট ভার্সন ‘গ্যালারি গো’ লঞ্চ করেছে গুগল। মূলত বরাবরের মতোই লো এন্ড অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজারদেরকে টার্গেট করেই এই অ্যাপটি রিলিজ করেছে গুগল। ‘গ্যালারি গো’ অ্যাপটি যেকোনো অ্যান্ড্রয়েড ফোনের ডিফল্ট গ্যালারি অ্যাপের রিপ্লেসমেন্ট হিসেবে ব্যাবহার করা যাবে মুলত Google Photos অ্যাপের একটি লাইটওয়েট ভার্সনে,, যদিও এখানে Google Photos এর প্রধান ফিচার অর্থাৎ ক্লাউড ব্যাকআপ এর মতো ইউজফুল ফিচারগুলো নেই। তবে ফটো এবং ভিডিও কন্টেন্ট দেখার জন্য ফোনের ডিফল্ট গ্যালারি অ্যাপ হিসেবে ব্যাবহার করার জন্য এই অ্যাপটি যথেষ্ট উপযোগী হবে বলে দাবী করছে গুগল।
অন্যান্য সাধারণ গ্যালারি অ্যাপের মতো সকল ফিচার রয়েছে এই অ্যাপে। তবে সেগুলোর তুলনায় কিছু এক্সট্রা ও স্মার্ট ফিচারও রয়েছে গুগলের এই ‘গ্যালারি গো’ অ্যাপে। যেমন- স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনে থাকা ফটোগুলোকে গ্রুপ করা। তাছাড়া গুগলের AI ব্যাবহার করে গাছপালার ছবি, বিড়াল-কুকুরের ছবি, খাবারের ছবি, সেলফি, পোরট্রেইট ছবি এগুলোকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে গ্রুপ করার সুবিধা থাকছে যাতে যেকোনো ছবি সহজেই খুঁজে পাওয়া যায়। আর এটা করার জন্য কোন ইন্টারনেট কানেকশনেরও দরকার হবে না। এছাড়া গুগলের AI ব্যাবহার করে যেকোনো ছবিতে মুহূর্তের মধ্যেই এক ক্লিকে বেসিক ফিক্সিং বা এডিটিং করে নেওয়ার সুবিধাও থাকছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages