গুগল সার্চ করা এখন প্রায় সব মানুষেরই প্রতিদিনকার অভ্যাস ৷ ইন্টারনেট ব্যবহারকারীদের গুগল সার্চ করাটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় ৷ খাবারের রেসিপি জানা থেকে শুরু করে ই-কমার্স থেকে কিছু কেনাকাটা করা ৷ সবকিছুতেই প্রয়োজন গুগল সার্চ ইঞ্জিনের ৷ সারা বিশ্বের যে কোনও প্রশ্নের উত্তরই নাকি গুগলের কাছে আছে ৷ এমনটাই দাবি করা হয় ৷ যদিও এই গুগল সার্চ করার সময়ও বেশ কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন ৷
অনলাইন ব্যাঙ্কিং ওয়েবসাইটের লিঙ্ক গুগলে সার্চ না করে ব্যাঙ্কের ডিরেক্ট URL ব্যবহার করুন ৷ কারণ এত ফিশিং অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি ৷ যে ভুয়ো সাইটে আপনি login ID এবং পাসওয়ার্ড দিলেই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি ।
বিভিন্ন সংস্থার কাস্টমার কেয়ার নম্বর জানার জন্য গুগল সার্চ না করাটাই ভাল ৷ কারণ কাস্টমার কেয়ার নম্বরের ক্ষেত্রে স্ক্যাম হওয়ার সম্ভাবনা বেশি ৷ গুগলে কাস্টমার কেয়ার নম্বর খোঁজার ক্ষেত্কে তাই সাবধান ৷
অ্যাপ এবং কোনও সফটওয়্যার ডাউনলোডের জন্য গুগলে সার্চ না করলেও হবে ৷ মোবাইলে অ্যাপ ডাউনলোডের জন্য অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সরাসরি গুগল প্লে স্টোর এবং আই ফোনের ক্ষে্রে অ্যাপ স্টোর থেকে করাই ভাল ।
কোনও রোগ সম্পর্কে জানতে এবং ওষুধ খোঁজার জন্য গুগল থেকে তথ্য না জানলেও হবে ৷ সঠিক ওষুধ বাছাইয়ে ডাক্তারের কোনও বিকল্প নেই ৷
হেলথ, কোনও ইনভেস্টমেন্ট প্ল্যান জানার জন্য গুগল সার্চ না করলেও হবে।
ব্যাঙ্কিং ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট যেমন পুরসভা কর, হাসপাতাল ইত্যাদি সাইটগুলি হল স্ক্যামার্সদের প্রথম টার্গেট ৷ তাই গুগলে সার্চ না করে ডিরেক্ট সরকারি ওয়েবসাইটেই লগ ইন করুন ৷
ফেসবুক, ট্যুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লগ ইনের সময় অ্যাড্রেস বক্সে সরাসরি টাইপ করুন সাইটের URL ৷ গুগলে সার্চ করে কোনও সোশ্যাল মিডিয়া সাইটে না ঢোকাই ভাল ৷
অনলাইন ব্যাঙ্কিং ওয়েবসাইটের লিঙ্ক গুগলে সার্চ না করে ব্যাঙ্কের ডিরেক্ট URL ব্যবহার করুন ৷ কারণ এত ফিশিং অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি ৷ যে ভুয়ো সাইটে আপনি login ID এবং পাসওয়ার্ড দিলেই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি ।
বিভিন্ন সংস্থার কাস্টমার কেয়ার নম্বর জানার জন্য গুগল সার্চ না করাটাই ভাল ৷ কারণ কাস্টমার কেয়ার নম্বরের ক্ষেত্রে স্ক্যাম হওয়ার সম্ভাবনা বেশি ৷ গুগলে কাস্টমার কেয়ার নম্বর খোঁজার ক্ষেত্কে তাই সাবধান ৷
অ্যাপ এবং কোনও সফটওয়্যার ডাউনলোডের জন্য গুগলে সার্চ না করলেও হবে ৷ মোবাইলে অ্যাপ ডাউনলোডের জন্য অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সরাসরি গুগল প্লে স্টোর এবং আই ফোনের ক্ষে্রে অ্যাপ স্টোর থেকে করাই ভাল ।
কোনও রোগ সম্পর্কে জানতে এবং ওষুধ খোঁজার জন্য গুগল থেকে তথ্য না জানলেও হবে ৷ সঠিক ওষুধ বাছাইয়ে ডাক্তারের কোনও বিকল্প নেই ৷
হেলথ, কোনও ইনভেস্টমেন্ট প্ল্যান জানার জন্য গুগল সার্চ না করলেও হবে।
ব্যাঙ্কিং ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট যেমন পুরসভা কর, হাসপাতাল ইত্যাদি সাইটগুলি হল স্ক্যামার্সদের প্রথম টার্গেট ৷ তাই গুগলে সার্চ না করে ডিরেক্ট সরকারি ওয়েবসাইটেই লগ ইন করুন ৷
ফেসবুক, ট্যুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লগ ইনের সময় অ্যাড্রেস বক্সে সরাসরি টাইপ করুন সাইটের URL ৷ গুগলে সার্চ করে কোনও সোশ্যাল মিডিয়া সাইটে না ঢোকাই ভাল ৷








No comments:
Post a Comment