Google-এ কোন বিষয়গুলি সার্চ করবেন না ? জেনে নিন, নাহলেই ঘোর বিপদ ! - Bangla Tech

Post Top Ad

Responsive Ads Here

Google-এ কোন বিষয়গুলি সার্চ করবেন না ? জেনে নিন, নাহলেই ঘোর বিপদ !

Share This
গুগল সার্চ করা এখন প্রায় সব মানুষেরই প্রতিদিনকার অভ্যাস ৷ ইন্টারনেট ব্যবহারকারীদের গুগল সার্চ করাটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় ৷ খাবারের রেসিপি জানা থেকে শুরু করে ই-কমার্স থেকে কিছু কেনাকাটা করা ৷ সবকিছুতেই প্রয়োজন গুগল সার্চ ইঞ্জিনের ৷ সারা বিশ্বের যে কোনও প্রশ্নের উত্তরই নাকি গুগলের কাছে আছে ৷ এমনটাই দাবি করা হয় ৷ যদিও এই গুগল সার্চ করার সময়ও বেশ কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন  


অনলাইন ব্যাঙ্কিং ওয়েবসাইটের লিঙ্ক গুগলে সার্চ না করে ব্যাঙ্কের ডিরেক্ট URL ব্যবহার করুন ৷ কারণ এত ফিশিং অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি ৷ যে ভুয়ো সাইটে আপনি login ID এবং পাসওয়ার্ড দিলেই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি


বিভিন্ন সংস্থার কাস্টমার কেয়ার নম্বর জানার জন্য গুগল সার্চ না করাটাই ভাল ৷ কারণ কাস্টমার কেয়ার নম্বরের ক্ষেত্রে স্ক্যাম হওয়ার সম্ভাবনা বেশি ৷ গুগলে কাস্টমার কেয়ার নম্বর খোঁজার ক্ষেত্কে তাই সাবধান ৷


অ্যাপ এবং কোনও সফটওয়্যার ডাউনলোডের জন্য গুগলে সার্চ না করলেও হবে ৷ মোবাইলে অ্যাপ ডাউনলোডের জন্য অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সরাসরি গুগল প্লে স্টোর এবং আই ফোনের ক্ষে্রে অ্যাপ স্টোর থেকে করাই ভাল ।


কোনও রোগ সম্পর্কে জানতে এবং ওষুধ খোঁজার জন্য গুগল থেকে তথ্য না জানলেও হবে ৷ সঠিক ওষুধ বাছাইয়ে ডাক্তারের কোনও বিকল্প নেই


হেলথ, কোনও ইনভেস্টমেন্ট প্ল্যান জানার জন্য গুগল সার্চ না করলেও হবে।

ব্যাঙ্কিং ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট যেমন পুরসভা কর, হাসপাতাল ইত্যাদি সাইটগুলি হল স্ক্যামার্সদের প্রথম টার্গেট ৷ তাই গুগলে সার্চ না করে ডিরেক্ট সরকারি ওয়েবসাইটেই লগ ইন করুন ৷

ফেসবুক, ট্যুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লগ ইনের সময় অ্যাড্রেস বক্সে সরাসরি টাইপ করুন সাইটের URL ৷ গুগলে সার্চ করে কোনও সোশ্যাল মিডিয়া সাইটে না ঢোকাই ভাল ৷

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages