Huawei লঞ্চ করল তাঁদের Mate সিরিজের নতুন স্মার্টফোন - Huawei Mate 30 আর Huawei Mate 30 Pro। একই সঙ্গে কোম্পানি লঞ্চ করেছে Huawei Watch GT 2, Huawei Vision smart TV আর Huawei FreeBuds 3। Huawei-এর নতুন এই দুটো স্মার্টফোনেই নেই গুগল সার্ভিস। অ্যামেরিকা ব্যানের পরেই ঠিক হয়েছিল যে Huawei-এর ফোনে গুগল সার্ভিস থাকবে না। এবার সবাই জানতে চাইছে যে গুগল ছাড়া এই ডিভাইস কেমন হবে আর কী কী ফিচার থাকবে।
Huawei Mate Pro
কোম্পানি এই ফনে ওই সব ফিচার দিয়েছে যা আপনি একটি প্রিমিয়াম ফোনে পাবেন বা থাকবে আশা করেন। Mate 30 Pro-তে আপনি পেয়ে যাবেন গ্লাস ব্যাক আর কার্ভড রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনের ডিজাইন অসাধারণ আর চারটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোনটি - গ্রিন, ল্যাভেন্ডার, ব্ল্যাক আর ক্রিস্টাল রঙে। Mate 30 Pro-য়ে রয়েছে 6.53 ইঞ্চির Full HD+ ডিসপ্লে, সঙ্গে রয়েছে 8GB RAM আর 256GB স্টোরেজ। এই ফোন চলবে Android 10-এর মতো EMUI-এর উপরে। কিন্তু এতে আপনি গুগল সার্ভিস পাবেন না। এছাড়াও এই ফোনে রয়েছে 3D face unlock, IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্ট। ফোনের ভিতরে রয়েছে 4,500mAh ব্যাটারির আর সঙ্গে রয়েছে SuperCharge 27W ওয়ারারলেস।
Huawei Mate Pro
কোম্পানি এই ফনে ওই সব ফিচার দিয়েছে যা আপনি একটি প্রিমিয়াম ফোনে পাবেন বা থাকবে আশা করেন। Mate 30 Pro-তে আপনি পেয়ে যাবেন গ্লাস ব্যাক আর কার্ভড রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনের ডিজাইন অসাধারণ আর চারটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোনটি - গ্রিন, ল্যাভেন্ডার, ব্ল্যাক আর ক্রিস্টাল রঙে। Mate 30 Pro-য়ে রয়েছে 6.53 ইঞ্চির Full HD+ ডিসপ্লে, সঙ্গে রয়েছে 8GB RAM আর 256GB স্টোরেজ। এই ফোন চলবে Android 10-এর মতো EMUI-এর উপরে। কিন্তু এতে আপনি গুগল সার্ভিস পাবেন না। এছাড়াও এই ফোনে রয়েছে 3D face unlock, IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্ট। ফোনের ভিতরে রয়েছে 4,500mAh ব্যাটারির আর সঙ্গে রয়েছে SuperCharge 27W ওয়ারারলেস।
The #HuaweiMate30 Series leads smartphones into brave new territory.
Are you ready to #RethinkPossibilities?
445 people are talking about this
ছবি তোলার জন্য ফোনে রয়েছে 40MP রিয়ার ক্যামেরা। এর সঙ্গে রয়েছে 16MP সুপার ওয়াইড অ্যাঙ্গেল সুটার আর 8MP-এর টেলিফটো লেন্স, এই লেন্সে রয়েছে OIS আর 3D depth sensor। এই রিয়ার ক্যামেরা 4K videos আর 720p super slow-motion ভিডিও বানাতে সক্ষম। এছাড়াও Mate 30 Pro-তে রয়েছে একটি আসাধারন ফিচার। এই ফিচারটির ফলে আপনি ফোন টাচ না করেও ব্যবহার করতে পারবেন। এই ফিচারটির নাম দেওয়া হয়েছে স্মার্ট জেসচর কন্ট্রোল। কোম্পানি এই ফোনটির দাম রেখেছে 1099 Euros, ভারতে এর দাম প্রায় 86,656 টাকা।

No comments:
Post a Comment